অভিজাত শপিংমল থেকে ফুটপাতের দোকান- সবখানেই এখন ক্রেতাদের ভিড়। শেষ সময়ে এসে পছন্দের পোশাক কিনতে সাধ্য অনুযায়ী পছন্দের মার্কেটে ছুটছেন ক্রেতারা। ফলে ঈদের ঠিক আগ মুহূর্তে রাজধানীর অভিজাত বিপণিবিতানে যেমন ক্রেতার ভিড়, একইভাবে ফুটপাতের দোকানগুলোতেও পা ফেলার জায়গা নেই।
শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। একই চিত্র আজও (শনিবার)। শুক্রবার সকালে শপিংমল খোলার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। ইফতারির পরে ক্রেতা সমাগমে মুখরিত হতে থাকে শপিংমলগুলো।