Irrfan Khan: ইরফানের গায়ের গন্ধ মেরুপ্রভায় মিশে, পিতৃহারা বাবিলের স্মৃতিচারণে কাঁদল দুনিয়া

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১৯:০৯

জীবনের গ্রাফ ঊর্ধ্ব গগনে রেখেই হঠাৎ খসে গিয়েছিল এক তারা। ক্যানসারে ভুগে ২০২০ সালে মৃত্যু হয় খ্যাতনামা অভিনেতা ইরফান খানের। সেই শূন্যতা আজও পূরণ হয়নি বলিউডে। তবে ছেলে বাবিল তাঁর বাবার স্মৃতিকে সযত্নে বাঁচিয়ে রেখেছেন। বাবিল খান হৃদয়গ্রাহী ক্যাপশন সহ তাঁর বাবার ছবি পোস্ট করে চলেন।


২৯ এপ্রিল ইরফান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সকলকে কাঁদিয়ে দিল বাবিলের লেখা। কী লিখেছিলেন বাবিল? সে চিঠি না পড়লেই নয়।সে বার বাবা-ছেলেতে চলেছিলেন নরওয়ের পথে। রাতের আকাশে আলোর নাচন দেখতে।


দুটিতে বুঁদ হয়ে ছিলেন স্বপ্নে। মেরুপ্রভার দেশে মিলেমিশে এক হয়ে গিয়েছিল ইরফানের গায়ের গন্ধ, যা কেবল বাবিলের নাকে লেগে আছে। তিনি লিখেছেন সেই স্মৃতির কথা, যখন ইরফানের সামনে তাঁর দু'হাতের তালু প্রসারিত। যেতে যেতে ছেলের ভাগ্য গণনা করছিলেন বাবা। কী ছিল ভাগ্যে তখন তো জানতেন না। উপভোগ করেছেন সবটাই। সে সময় মজা করে নাকে একবার চিমটিও কেটেছিলেন ইরফান। মুহূর্তগুলো আজও সযত্নে আগলে রেখেছেন বাবিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us