ভারতের পশ্চিমবঙ্গের অনুষ্ঠান 'দিদি নাম্বার ওয়ান'-এর সিজন-৯ বিজয়ী হলেন ঢাকাই কণ্ঠশিল্পী সিঁথি সাহা। এই গেম শো উপস্থাপনা করছেন টলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি।
জানা যায়, সেলিব্রেটিদের নিয়ে বিশেষ পর্বে অংশ নিয়েছেন সিঁথি। খেলায় জিতে পেয়েছেন সোনার নেকলেসসহ অনেক পুরস্কার ও ক্রেস্ট। সিঁথি বলেন, 'আমার ভীষণ পছন্দের অনুষ্ঠান এটি। কাকতালীয়ভাবে এতে অংশ নিলাম। গত ২১ এপ্রিল এর শুট হয়েছে। আরও বিস্ময়কর বিষয়, আমি বিজয়ী হয়েছি! এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।'