ঈদবাজারে ছাড়ের ছড়াছড়ি, জমে উঠেছে বিক্রি

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১৪:১৫

করোনা মহামারির ধকল কাটিয়ে দুই বছর পর ঈদের কেনাকাটা স্বাভাবিক অবস্থায় এসেছে। ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানগুলো দিয়েছে নানা অফার। ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ে বিল পরিশোধ করলেই মিলছে গিফটসহ নগদ মূল্যছাড়। এতে ঈদের কেনাকাটা আরও জমেছে।


ফিট এলিগ্যান্স, লা রিভ, মেনয ক্লাব, প্লাস পয়েন্ট, সেইলর, ওয়েস্টিন   সহ বেশ কিছু জনপ্রিয় ব্রান্ড ১০ শতাংশ ছাড় দিচ্ছে। এসব শোরুম সহ ঈদে ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল ইয়োলো, আড়ং, সারার শোরুমে।


আড়ংয়ের বসুন্ধরা সিটি শপিং মলের আউটলেট সুপারভাইজার সিহাব হোসেন টিবিএসকে বলেন, ঈদের কেনাকাটা মহামারি পূর্বের অবস্থায় ফিরে এসেছে।


নতুন নতুন কালেকশন এনে বেশ সাড়া ফেলেছে এবার দেশীয় ব্রান্ডগুলো।


বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির সভাপতি ও ফ্যাশন হাউস অঞ্জনসের স্বত্বাধিকারী শাহীন আহমেদ বলেন, 'এবার ফ্যাশন হাউসগুলোতে ভালো বিক্রি হয়েছে। করোনা যখন ছিলোনা সেই স্বাভাবিক সময়ের চেয়ে ১০ শতাংশ গ্রোথ হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে অফার দেওয়ায় ক্রেতারা আরও উৎসাহিত হয়েছেন পণ্য কিনতে।'  


সাবিদ রেহমান বসুন্ধরা শপিং মল থেকে অ্যাপেক্সের জুতা কিনেছেন। নগদে পেমেন্ট করে সেখানে ১৫ শতাংশ ক্যাশব্যাক পেয়েছেন। সাবিদ বলেন, 'কোন ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার পেলে পণ্য কিনতে আগ্রহ তৈরী হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us