বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দ্বিপক্ষীয় এবং বলতে গেলে কিছু ক্ষেত্রে আঞ্চলিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বর্তমান জটিল ভূ-রাজনীতি; যেমন— রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কোভিড সমস্যা, আফগানিস্থান সংকট, খাদ্য ও জ্বালানি মূল্য বৃদ্ধিসহ অন্যান্য বৈশ্বিক সমস্যার ভুক্তভোগী সবাই। পরিবর্তিত এই পরিস্থিতি মোকবিলার জন্য প্রতিবেশী দেশ দুটিকে পরস্পর সহযোগিতা বাড়াতে হচ্ছে।
অস্থিতিশীল এবং অনিশ্চিত ভবিষ্যৎ মোকাবিলায় দুই প্রতিবেশীর সহযোগিতা সামনের দিনগুলোতে কীভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়ে ঢাকায় সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। বিষয়টি আরও বড় আকারে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকেও আলোচনার সুযোগ আছে।