হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত

প্রথম আলো প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৯:৫৪

শবে কদর! একটি রাত হাজার মাস অপেক্ষা উত্তম। মহাগ্রন্থ আল–কোরআন এ রাতেই প্রথম অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মাহাত্ম্য কদরের রজনীতে। আপনি কি জানেন, সে মহিমাময় রাত্রি কী? মহিমান্বিত ওই নিশি সহস্র মাস অপেক্ষা উত্তম। সে রাত্রিতে ফেরেশতারা রাহুল কুদ্দুস হজরত জিবরাইল (আ.) সমভিব্যাহারে অবতরণ করেন; তাঁদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উষালগ্ন পর্যন্ত (সুরা-৯৭ কদর, আয়াত: ১-৫)।’


আরবিতে ‘লাইলাতুল কদর’ বা কদর রজনী, এর ফারসি হলো ‘শবে কদর’। অর্থ সম্মানিত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত, সম্ভাবনাময়, ভাগ্যনির্ধারণী রজনী। কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআন নাজিলের রাত শবে কদর। এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমার জাবালে রহমত তথা হেরা পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সরদার হজরত জিবরাইল (আ.)–এর মাধ্যমে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রতি মহাগ্রন্থ আল–কোরআনুল কারিম নাজিলের সূচনা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস! যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us