বাস ভর্তি যাত্রী ছিল, উদ্বোধনের জন্য ত্রিপুরা সরকারের প্রতিনিধি মেয়র, পরিবহন দপ্তরের আমলা থেকে বাংলাদেশের সহকারী হাইকমিশনার পর্যন্ত উপস্থিত ছিলেন। বাসও সাজানো হয়েছিল ফুলের মালায়। কিন্তু ঘুরলো না বাসের চাকা ! শেষ মুহূর্তে বন্ধ করে দিতে হলো ত্রিপুরা-ঢাকা-কলকাতা বাস যাত্রার আনুষ্ঠানিক সূচনা।
ভারতের কেন্দ্র-রাজ্য এবং বাংলাদেশ তিন পক্ষের সমন্বয়ের অভাবে আন্তর্জাতিক এই বাস সার্ভিস পুনরায় শুরু করতে বৃহস্পতিবার বিপাকে পড়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিআরটিসি)। পরে বিকল্প উপায়ে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।