রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈদেশিক বাণিজ্য ঘাটতিসহ বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে। আশঙ্কা রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ লেনদেনের ক্ষেত্রেও। শঙ্কা রয়েছে ডলারের বিপরীতে টাকার আরও দরপতন ঘটার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এসব আশঙ্কার কথা বলা হয়েছে।
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশের ওপর প্রভাব’ সংক্রান্ত এ প্রতিবেদন বুধবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়।