লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পবিত্র শবে কদর, মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিন বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার থেকেই এ ছুটি শুরু হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ।
স্থলবন্দর সূত্র জানায়, পবিত্র শবে কদর ৩০ এপ্রিল, মে দিবস ১ মে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত ছয় দিন ও শুক্রবার (৬ মে) সাপ্তাহিক ছুটিসহ মোট ৭দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।