বিশ্বজুড়ে বাড়ছে ইহুদি-বিদ্বেষ। গত বছর বিশ্বে ইহুদি-বিদ্বেষ নাটকীয়ভাবে বেড়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে।
এতে বলা হয়েছে- বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়ায় ইহুদি-বিদ্বেষ সবচেয়ে বেশি বেড়েছে।
এর প্রধান কারণ, দেশে দেশে উগ্র ডানপন্থি ও উগ্র বামপন্থিদের উত্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি।
বুধবার এ প্রতিবেদন প্রকাশ হয়েছে। এদিনটি ইসরায়েলের হলোকাস্ট দিবস। ইসরায়েলে এ দিনটি ইয়ম হাসোয়াহ নামে পরিচিত।