অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধটা এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ, ফলে শান্তির কোনো রাস্তা দেখা যাচ্ছে না। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জিডিপির প্রবৃদ্ধি আমরা পুরোনো যেটা সেটাই রেখেছি। আমরা আগাম কিছু বলছি না। প্রজেকশন আপনারা যা দিচ্ছেন আমি সেটা অস্বীকার করবো না। কারণ হলো এখনও আমরা শান্তির কোনো রাস্তা দেখছি না। যুদ্ধ থামার কোনো লক্ষণ আজ পর্যন্ত আমাদের সামনে নেই। যুদ্ধ না থামা পর্যন্ত এর অন্যকোনো অ্যাডভাঞ্চ কোনো কিছু সৃষ্টি হয় এরকম অর্থনীতি এলাকায় আর কোনো সুযোগ নেই। এই মুহূর্তে যুদ্ধটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।