You have reached your daily news limit

Please log in to continue


জমজমাট ঈদ বাজার, বেচাকেনা তুঙ্গে

ঈদুল ফিতরের বাকি আর মাত্র ৪-৫ দিন। চলছে উৎসবের চূড়ান্ত প্রস্তুতি। রাজধানীর বিপণীকেন্দ্রগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। বেচাকেনাও তুঙ্গে। ক্রেতাদের উপচেপড়া ভিড়। দোকানিদের যেন এতটুকু ফুরসত নেই।

নতুন পোশাক ছাড়া যেন আনন্দ অপূর্ণতা থেকে যায়। তাই সামর্থ্যের মধ্যে সবাই পছন্দের পোশাকটি কিনতে চায়। আবার অনেকে পরিবার ছাড়াও আত্মীয় স্বজনকে ঈদ পোশাক উপহার দিয়ে থাকেন। অসহায় গরিবদের মুখে হাসি ফুটাতেও অনেকে কেনেন ঈদের পোশাক।

গত দুই বছর মহামারি করোনাভাইরাসের কারণে ঈদবাজার জমেনি। অনেক ক্ষেত্রে তা ছিলো খুবই সীমিত পরিসরে। এবার কোনো নিয়ম বা স্বাস্থ্যবিধি না থাকায় আগের মতোই জমে উঠছে ঈদবাজার। মার্কেটগুলোতে এখন সেই চেনা পরিচিত ঢঙে হাঁকাহাঁকি আর দরদাম করে চলছে বেচাবিক্রি। এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন বিভিন্ন বয়সের মানুষ।

এদিকে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড়ের কারণে রাজধানীর কিছু কিছু সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন অনেকেই। বিশেষ করে সাইন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তার দুপাশে মানুষের ভিড়ে ফুটপাতেও যেন হাঁটার জায়গা থাকছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন