রাজধানীর কলাবাগানে সাধারণের ব্যবহার্য তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সাংস্কৃতিক কর্মী সৈয়দা রত্না ও তার ছেলেকে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে থানা হাজতে টানা ১৩ ঘণ্টা আটকে রাখার ঘটনায় জনমনে স্বভাবতই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তাদের ‘মাঠ রক্ষার আন্দোলনে আর শামিল হব না’ মর্মে অঙ্গীকারযুক্ত মুচলেকায় সই করিয়ে ছেড়ে দেওয়া হলেও এ ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। প্রথমত, এ নগরীতে মাঠের সংখ্যা কমে আসার প্রেক্ষাপটে যেখানে প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ বা পার্ক তৈরির কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, সেখানে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে একটি মাঠকে থানা ভবন নির্মাণের জন্য বেছে নিল?