পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কর্মকর্তাদের বহন করা একটি মিনিবাসে এক নারীর আত্মঘাতী হামলায় তিন চীনা নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে চীন। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি দাবিও জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক ঝাও লিজিয়ান আজ বুধবার টুইট করেছেন, চীন তীব্র নিন্দা জানাচ্ছে এবং ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পাশেই এক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটালে চীনা তিন শিক্ষক এবং পাকিস্তানি গাড়ি চালক নিহত হয়। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি ওই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক সঙ্কটের পর ক্ষমতায় আসা নতুন প্রশাসনের কাছে ঘটনাটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।