রংপুরের কয়েকটি উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আমসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এ সময় গাছপালা উপড়ে গেছে, ক্ষতি হয়েছে বাড়িঘরের।
মঙ্গলবার রাতে কাউনিয়া, বদরগঞ্জ, গঙ্গাচড়া উপজেলায় এ ঝড় ও শিলাবৃষ্টি হয়। তবে ঝড়ে ক্ষয়ক্ষতির হিসাব এখনও নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ।
বুধবার রংপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিট থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত প্রত্যন্ত এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে।