এবার জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতাদের জন্য দোয়া করেছেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতাল থেকে ফেসবুকে লাইভে এসে এ দোয়া করেন তিনি। পাশাপাশি তিনি নিজের সুস্থতার জন্য নোয়াখালীর মানুষের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১৭ মার্চ নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে জেলা আওয়ামী লীগের লাগাম টেনে ধরার জন্য বলেছিলেন। তার দুই দিন পর সুবর্ণচরে এক সমাবেশে বলেছিলেন, জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে বর্তমান আহ্বায়ক কমিটি। এ কমিটি সব লুটেপুটে খাচ্ছে। আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী নিজেকে জনপ্রিয় দাবি করলেও তাঁকে এ অঞ্চলের (সুবর্ণচর) কেউ পছন্দ করেন না।