প্রায় দেড় যুগ আগে শেষবারের মতো পুরান ঢাকার লায়ন সিনেমা হলের পর্দা নেমেছিল; এবার ঈদে বুড়িগঙ্গার সন্নিকটে নতুন ঠিকানায় ‘লায়ন সিনেমাস’ নামে পর্দা উঠছে প্রেক্ষাগৃহটির।
পুরান ঢাকার ইসলামপুর থেকে সরিয়ে বুড়িগঙ্গা সেতু-২ (বাবু বাজার ব্রিজ) সংলগ্ন কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউনে নবনির্মিত আধুনিক মাল্টিপ্লেক্সটি ঈদের দিন উদ্বোধন করা হবে বলে জানান লায়ন সিনেমা হলেন কর্ণধার মির্জা আব্দুল খালেক।
খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের দিন ‘গলুই’ ও ‘শান’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে লায়ন সিনেমাসের পর্দা উঠবে। প্রেক্ষাগৃহে মোট ৪টি সিনেমা হল থাকবে; এর মধ্যে দুটি হলে বাংলা সিনেমা ও অপর দুটি হলে থ্রিডিসহ হলিউডের সিনেমা প্রদর্শন করা হবে।