কাঁচা ধান আর কত যুগ ধরে কাটবে কৃষক?

আজকের পত্রিকা প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৭:০৭

রাজধানীর মানুষ বিশেষত বিত্তবানেরা যখন জৌলুশপূর্ণ কেনাকাটায় ব্যস্ত এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন যখন নানা আঙ্গিকের ইফতার পার্টি আয়োজন নিয়ে রীতিমতো গলদঘর্ম হচ্ছে, ঠিক তখনই গত কয়েক দিনে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন হাওরের বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে ওই সব অঞ্চলের বিপুল পরিমাণ জমির সমুদয় কাঁচা ও আধা পাকা ধান। এর আগে ১৬ এপ্রিল বাঁধ ভেঙে সুনামগঞ্জ ও নেত্রকোনা অঞ্চলের বেশ কটি হাওরের কাঁচা ধান পানির নিচে তলিয়ে গিয়েছিল।


আশঙ্কা করা হচ্ছে, আগামী দুই-চার দিনের মধ্যে এ ধরনের বাঁধ ভাঙার ঘটনা আরও ঘটতে পারে। এ অবস্থায় অবশিষ্ট বাঁধ ও ধান রক্ষার জন্য সাধারণ মানুষ একত্র হয়ে প্রাণপণ লড়ে যাচ্ছে এবং ক্ষতির কথা জেনেও খেতের কাঁচা ও আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা এখনই বলা যাচ্ছে না। তবে এটুকু প্রায় নিশ্চিত করেই বলা যায় যে হাওরের ফসল রক্ষার ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চলমান দুর্নীতিপরায়ণ অস্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও অদক্ষ ব্যবস্থাপনা অব্যাহত থাকলে বাঁধ ভেঙে ফসল নষ্টের অনুরূপ ঘটনা একই ধারায় আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে বৈকি!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us