কষ্টকর হলেও প্রেমের সম্পর্কে একবার ঘুণ ধরলে সেখান থেকে বের হয়ে যাওয়াই ভালো।
যেকোনো সম্পর্কের শুরুতে রোমাঞ্চ থাকে। সময়ের তালে সেই উত্তেজনা কমে জায়গা করে নেয় দায়িত্ববোধ।
তবে দুজনের মধ্যে বোঝাপড়ার-বিষয়গুলো যদি ক্রমশ জটিলতায় বাঁধতে থাকে সেক্ষেত্রে নতুন করে ভাবার অবকাশ দেয়।
একই কলহ বারবার ফিরে আসে
নিউ ইয়র্কের সম্পর্ক বিশেষজ্ঞ সুজান উইন্টার ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “একই বিষয় নিয়ে মতবিরোধ বারবার চলতে থাকলে একটা সময় আসে যখন আর আত্মত্যাগ করার ইচ্ছে জাগে না, সমস্যা সমাধানের কোনো কার্যকর উপায় খুঁজে পাওয়া যায় না।