২৩০ রান করলেই চ্যাম্পিয়ন ইমরুলের শেখ জামাল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৩:১৫

বোলাররা বেশ ভালোভাবেই করে দিলো নিজেদের কাজ। এবার বাকিটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটারদের হাতে। আবাহনী লিমিটেডের দেওয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে পারলেই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন শেখ জামাল।


মিরপুর শেরে বাংলা হাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে শেখ জামালের বিপক্ষে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৯ রানের বেশি করতে পারেনি আবাহনী। ফলে এখন ইমরুল কায়েস, মুশফিকুর রহিমদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৩০ রানের।


আজকের ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে শেখ জামালের। কেননা এখন ১৩ ম্যাচে ২২ পয়েন্ট রয়েছে শীর্ষে থাকা দলটির। আজ জয় পেলে তাদের ঝুলিতে হয়ে যাবে ২৪ পয়েন্ট। অন্যদিকে দুইয়ে থাকা লেজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ২২ পয়েন্ট পাওয়া সম্ভব।


জিতলেই নিশ্চিত শিরোপা- এমন হাতছানি সামনে রেখে দারুণ বোলিং করেছে শেখ জামাল। টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আবাহনী। মাত্র ৩৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান টপঅর্ডারের তিন ব্যাটার নাইম শেখ (১৬), লিটন দাস (৪) ও নাজমুল হোসেন শান্ত (৮)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us