ভিক্ষুক, ডাক্তার ও বস্তির মেয়েসহ এক নাটকে ৬ চরিত্রে নওশাবা

সমকাল প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১২:১১

এক নাটকে ছয়টি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল নওশাবা আহমেদ। ঈদের জন্য নির্মিত 'ভাই খুব সেনসেটিভ' নাটকে তাকে দেখা যাবে ভিক্ষুক, ডাক্তার, অফিস এক্সিকিউটিভ, বস্তির মেয়ে, নায়িকা, ছিনতাইকারীর চরিত্রে। হারুন রুশোর রচনা ও পরিচালনায় সাত পর্বে নির্মিত এ নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।


ঈদে একুশে টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানালেন নওশাবা। তিনি বলেন, তিন দিনে ছয়টি চরিত্রে অভিনয় বেশ চ্যালেঞ্জিং। প্রতিদিন দুটি করে চরিত্রের শুটিং করতে হয়েছে। অল্প সময়ের মধ্যে লুক এবং কস্টিউম পরিবর্তন করে চরিত্রে ঢুকতে বেশ ধকল গেছে। সময়স্বল্পতা থাকার পরও চেষ্টা করেছি প্রতিটি চরিত্র সঠিকভাবে উপস্থাপনের। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us