কালকের টিকিটের জন্য, আজ দুপুরেই কাউন্টারে

প্রথম আলো প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১৫:৫৯

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার বাসিন্দা মো. লিটন। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ঈদ উদ্‌যাপন করতে আগামী ৩০ এপ্রিল সপরিবারে বাড়ি যেতে চান। এ জন্য ট্রেনে তিনটি শোভন চেয়ারের টিকিট প্রয়োজন। ৩০ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার সকাল আটটায়। অথচ আজ সোমবার দুপুরেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে হাজির লিটন।


ঈদুল ফিতর উপলক্ষে গতকাল শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আজ সোমবার ছিল অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন। সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হয়েছে ২৯ এপ্রিলের টিকিট। আগামীকাল বিক্রি হবে ৩০ এপ্রিলের টিকিট।


লিটন প্রথম আলোকে বলেন, ‘সড়কে যেতে যানজটসহ নানা ভোগান্তিতে পড়তে হয়। আর ট্রেনে বাড়ি গেলে কোনো জ্যাম থাকে না। কিন্তু, ট্রেনের টিকিট সোনার হরিণ। অনলাইনে কয়েকবার চেষ্টা করেছি। টিকিট পাইনি। টিকিট যেন হাতছাড়া না হয় এ কারণে এক দিন আগেই স্টেশনে এসেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us