সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলীয় শহর ক্রেইনিকে গোষ্ঠী সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছে।
বাস্তুচ্যুতদের নিয়ে কাজ করা একটি গোষ্ঠীর মুখপাত্র রোববার এ কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে এটাই সর্বশেষ এ ধরনের সহিংসতার ঘটনা।
চলতি শতকের প্রথম দশকের শুরুর দিকে আরব মিলিশিয়া ও সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে বাস্তুচ্যুত অসংখ্য মানুষের বাস ওই অঞ্চলে।
যাযাবর ওই আরব মিলিশিয়ারা জানজাউইড নামে পরিচিত।
ওই সংঘাতে প্রায় ২৫ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছিল, মারা পড়েছিল ৩ লাখ; যুদ্ধাপরাধের অভিযোগে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের নামে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল। চলতি মাসের শুরুর দিকে আলি কুশাইব নামে পরিচিত বশিরের এক সহযোগীর বিচার শুরুও হয়েছে।