২০২৪ সালে আসছে টেসলার রোবট্যাক্সি

সমকাল প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৯:১৭

২০২৪ সালেই সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট্যাক্সি বাজারে আনতে যাচ্ছে বহুল আলোচিত ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা। চালানোর জন্য এ রোবট্যাক্সিতে থাকবে কোনো স্টিয়ারিং চাকা। এটি হবে আক্ষরিক অর্থেই স্বয়ংক্রিয়। ফলে চাইলেই কোনো মানবচালক টেসলার এ গাড়ি চালানো কিংবা নিয়ন্ত্রণ নিতে পারবে না।


সম্প্রতি সাইবার রোডিও নামের এক অনুষ্ঠানে টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, রোবট্যাক্সিতে কোনো স্টিয়ারিং চাকা কিংবা প্যাডেল থাকছে না। এটি হবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত। এ সময় মাস্ক বলেন, এটি সত্যিকারে অসাধারণ একটি উদ্ভাবন হতে যাচ্ছে, চালকবিহীন গাড়ি হিসেবে মানুষ যেমন স্বপ্ন দেখে, এটি হবে তেমনি। তবে চালকবিহীন হলেও এটি হবে সাশ্রয়ী বাহন। রোবট্যাক্সি স্বয়ংক্রিয় হলেও এতে আরোহণের খরচ বাসে চড়ার চেয়ে বেশি হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us