সমঝোতা ও সহাবস্থান যেন টেকসই হয়

আজকের পত্রিকা বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৬:১৭

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে নাহিদ হোসেন ও মোহাম্মদ মোরসালিন নামের সাধারণ পরিবারের দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে। নাহিদ একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান ছিলেন আর মোরসালিন ছিলেন দোকান কর্মচারী। দুজন ছিলেন নিজ নিজ পরিবারের ভরসাস্থল। তাঁদের আয়ের ওপর নির্ভরশীল দুটি পরিবার এখন চরম অসহায় অবস্থায় পড়েছে।



‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে দুদিনের অরাজকতায় দুজন মানুষের মৃত্যু হলো, শিক্ষার্থীসহ ৪০ জনের মতো মানুষকে আহত হতে হলো, ১২ জন সংবাদকর্মীকে মারধর করা হলো, শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটল, ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হলো, তীব্র যানজটে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হলো, এসবের দায়দায়িত্ব নেওয়ার কেউ নেই। ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতারা ঘটনায় ‘তৃতীয় পক্ষ’ জড়িত থাকার কথা বলে নিজেদের দায়মুক্ত করতে চাইছেন কি না, সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আমরা জাতীয়ভাবেই দোষারোপের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us