সড়ক-মহাসড়কে ডাকাতি: দায় এড়াবেন না, দায়িত্ব নিন

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৬:১৬

কয়েক মাস ধরে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ডাকাত ও ছিনতাইকারীর দৌরাত্ম্য চলছে বলে শনিবার সমকালের শীর্ষ প্রতিবেদনে যা বলা হয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-রংপুর ও ঢাকা-সিলেট মহাসড়কের ৩০-৩৫টি জায়গায় প্রায়ই ডাকাতি হচ্ছে; মহাসড়কগুলোতে আন্তঃজেলা ডাকাত দলের ১৫-২০টি গ্রুপ এ অপরাধ করে যাচ্ছে- প্রতিবেদনের এমন তথ্য প্রমাণ করে পরিস্থিতি কতটা গুরুতর।


তা ছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির শিকার হয়ে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল করেছেন ২৪৮ জন। গত ছয় মাসে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ঘাট এবং এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল থেকে মদনপুরে ১২টি ডাকাতি ও সাতটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


আরও উদ্বেগজনক বিষয় হলো, এ ১৯টি ঘটনার মধ্যে মাত্র আটটিতে থানায় অভিযোগ দায়ের হয়েছে; বাকিগুলোতে ভুক্তভোগীরা অভিযোগ দায়েরের আগ্রহই দেখাননি। অনুসন্ধানে জানা গেছে, সংশ্নিষ্ট থানাগুলো সীমানার অজুহাত দেখিয়ে এসব মামলা গ্রহণে শুধু গড়িমসি করে না, অভিযোগকারীকে কখনও কখনও হয়রানিও করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us