গ্রীষ্মে রোদ, তাপ ও আর্দ্রতার কারণে ঘাম হওয়া খুবই স্বাভাবিক। অনেকে আবার এমনিতেই প্রচুর ঘামেন। এ কারণে বিব্রতও বোধ করেন। তবে সবচেয়ে বিব্রত হতে হয় জুতা খোলার পর দুর্গন্ধ বের হলে।
জুতায় দুর্গন্ধের সমস্যা নারী-পুরুষ সবারই হয়। জুতা ঠিক মতো পরিষ্কার করার পরও অনেকের জুতা থেকে দুর্গন্ধ হয়। গরমে ঘেমে এই সমস্যা আরও বেড়ে যায়। যারা এ ধরনের সমস্যায় ভূগছেন তারা ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-
১. কিছু ফল জুতার গন্ধ দূর করতে সহায়তা করে। এজন্য কমলা, মোসাম্বি বা লেবুর খোসা নিয়ে রাতে জুতার ভেতরে রেখে পরদিন সকালে তুলে ফেলুন। এতে জুতা থেকে গন্ধ বের হবে না।
২. দেবদারু গাছের কাঠে ছত্রাকবিরোধী কিছু বৈশিষ্ট্য আছে। জুতার ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করতে চাইলে সারারাত জুতার মধ্যে দেবদারু কাঠ রেখে দিন।
৩.আঁটসাঁট জুতা ব্যবহার করলে সবসময় তামার ফাইবার বা সুতির মোজা ব্যবহার করুন। এই ধরনের মোজা ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি রোধে করে। ফলে দুর্গন্ধও কমে।
৪.বাইরে থেকে বাড়িতে ফিরে জুতায় জীবাণুনাশক স্প্রে করুন। জুতায় গরমের কারণে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। জুতা বা স্যান্ডেলে জীবাণুনাশক স্প্রে করলে সেগুলো নষ্ট হয়।