এখনও অক্ষত রয়েছে পেলের যেসব রেকর্ড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৪:০৮

ফুটবলের সম্রাট হিসেবে পরিচিত ব্রাজিলের কিংবদন্তি পেলে। সবশেষ আন্তর্জাতিক ফুটবল খেলেছেন প্রায় ৫০ বছর আগে। তবু তর্কযোগ্যভাবে এখনও তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।


ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জয়সহ অনেক রেকর্ড রয়েছে পেলের ঝুলিতে। যার মধ্যে বেশ কিছু রেকর্ড এখনও অক্ষত রয়ে গেছে। যা ভাঙতে পারেনি আর কেউ।


পেলের অনেক রেকর্ডের মধ্যে অক্ষত থাকা কয়েকটি রেকর্ড নিচে তুলে ধরা হলো:


সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ ও জয়


বিশ্বের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ ও জয়ের রেকর্ড রয়েছে পেলের। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল। সেদিন মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে খেলতে নেমে জোড়া গোল করেন পেলে।


ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল


১৯৭১ সালে ব্রাজিলের জার্সিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পেলে। এখনও ব্রাজিলের আর কেউ ভাঙতে পারেনি তার সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড। ফিফা স্বীকৃত ৯২টি ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন পেলে। তবে ৭১ গোল নিয়ে খুব কাছাকাছি রয়েছেন নেইমার জুনিয়র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us