একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন কারিনা। সেখানে তাঁকে ভারী সাজে দেখা গেলেও কপাল ছিল টিপশূন্য। আর এতেই বাধে বিপত্তি। কপালে টিপ না পরায় ভারতীয় সংস্কৃতিকে অপমান করার অভিযোগ উঠেছে এই নায়িকার বিরুদ্ধে! শুধু কারিনা নয়, ক্ষুব্ধ অনেকে বয়কটের ডাক দিয়েছেন ওই জুয়েলারি প্রতিষ্ঠানকেও। টুইটারে একের পর এক হ্যাশট্যাগ দিয়ে লিখছেন, বয়কট মালাবার গোল্ড এবং নো বিনি নো বিজনেস, যা এখন ট্রেন্ডিং।
‘সারা বিশ্ব জানে, টিপ পরা আমাদের ঐতিহ্যের অঙ্গ। কপালের ঠিক মাঝখানে পরা হয়, এটাই ভারতের রীতি ও সংস্কৃতি। এটা কি এরা জানে না? নেগেটিভ প্রচারও তো ভালো প্রচার।’—এমন মন্তব্য করা হয়েছে কারিনার ছবি শেয়ার করে। একজন আবার লেখেন, ‘সিঁদুরের টিপ শক্তির আরেক রূপ। কপালে সিঁদুরের টিপ লাগানো হিন্দুধর্মের সংস্কৃতি, শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। এটি বিবাহিত স্ত্রীর পরিচয়ও বটে।’