সৌখিন বাগানীদের ফল সুইট লেমন সম্পর্কে যা জানা যাচ্ছে

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০৭:৩০

নীলফামারীর সদর উপজেলার কচুঘাট এলাকার মোঃ মামুন শাহের বাগানে গত কয়েক বছর ধরে চাষ হচ্ছে সুইট লেমন নামক একটি ফলের।


ফলটি যখন পাকে তখন সবুজ পাতা আর কমলা রংয়ের ফল মিলিয়ে পুরো গাছটি দেখতে দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে।


লেবু গাছের চেয়ে একটু বড় আকৃতির এ গাছটিতে এক সাথে ৪/৫শ পর্যন্ত ফল হতে দেখা যায়।


মিস্টার মামুন বিবিসি বাংলাকে বলছেন গাছ রোপণের দেড় মাসের মধ্যেই ফুল আসতে শুরু করে এবং তখন একটু বাড়তি পরিচর্যা করলে দারুণ সুফল পাওয়া যায় অর্থাৎ গাছটি ফলে ফলে টইটুম্বুর হয়ে ওঠে।


তবে বাংলাদেশে অনেকেই আবার মনে করেন এটি একধরনের শোভাবর্ধনকারী লেবু গাছ, যার বাণিজ্যিক সম্ভাবনা খুব একটা নেই।


নীলফামারী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলছেন, এই ফলটির ভবিষ্যৎ বাংলাদেশে কেমন হবে তা বুঝতে আরও কিছুটা সময় নিতে হবে।


"নতুন কিছু কৃষকরা সহজে নিতে চায় না। আবার পর্যাপ্ত বাজার সম্ভাবনা না থাকলে কৃষকদের প্রলুব্ধ করাও ঠিক হবে না। মাত্র তো শুরু হলো চাষ। আরও কিছু সময় যাক, মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা হোক - এরপরেই আসলে বলা যাবে সুইট লেমনের বাণিজ্যিক ভবিষ্যৎ বাংলাদেশে আছে কি-না," - বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।


তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ডঃ হামিদুর রহমান বলছেন বাণিজ্যিক সম্ভাবনা থাকুক আর না থাকুক, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে এ ফলটি দারুণ ভূমিকা রাখতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us