আফগানিস্তানে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টিকটক’ এবং অনলাইন মাল্টিপ্লেয়ার গেম ‘পাবজি’ নিষিদ্ধ করার আদেশ দিয়েছে তালেবান সরকার। এমনকি ‘অনৈতিক কনটেন্ট’ প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোকেও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে তারা। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্ল্যাটফর্মগুলো আফগান যুবকদের বিপথগামী করছে। গত বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, সম্প্রতি সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশনের অপেরা সোপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর টিকটক ও পাবজিও নিষিদ্ধ করা হলো আফগানিস্তানে।