লিভার সিরোসিস কী?
লিভার সিরোসিস লিভার বা যকৃতের একটি জটিল রোগ, যাতে লিভার বা যকৃত ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে।
কেন হয়?
লিভার সিরোসিস মূলত ‘হেপাটাইটিস বি’ এবং ‘হেপাটাইটিস সি’ নামক দুটি ভাইরাস সংক্রমণের কারণে হয়ে থাকে। এ ছাড়া কিছু বিরল কারণে লিভার সিরোসিস হয়ে থাকে। যেমন—অতিরিক্ত মদ্যপান অথবা অস্বাভাবিক বিপাকীয় কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়ে ‘ফ্যাটি লিভার ডিজিজ’, কিছু জেনেটিক কারণ, যেমন উইলসন’স ডিজিজ, হেমাক্রোমাটসিস ইত্যাদি কারণে লিভার সিরোসিস হয়ে থাকে।