দেশের ছয়টি রুটের ফেরিতে সব ধরনের গাড়ি পারাপারের ভাড়া ২০ শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌযানেও যাত্রীপ্রতি ভাড়া ৩৫ শতাংশ হারে বাড়ছে। সম্প্রতি নৌপরিবহণ মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তবে ঈদের আগে নতুন ভাড়া কার্যকর হচ্ছে না। ১৯ এপ্রিল মন্ত্রণালয় থেকে নতুন ভাড়ার বিষয় জানিয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এতে জ্বালানি তেল, পরিচালন, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক ব্যয়বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়।
একই সঙ্গে নতুন ভাড়া কার্যকর করার লক্ষ্যে পূর্ণাঙ্গ একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। যদিও ফেরিতে ২০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে খুশি নয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তারা গাড়ি পারাপারে অন্তত ৩৫ শতাংশ ভাড়া বৃদ্ধির পক্ষে। নৌপরিবহণ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।