এবারের ঈদের ছুটিতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে যাত্রী ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে।অন্যদিকে করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায়, গত দুই বছরের তুলনায় এবার মহাসড়ক ও নৌপথে যাত্রী ও যানবাহনের চাপও থাকবে বেশি।
রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের যাতায়াতের অন্যতম স্থলপথ ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়ক এবং দুটি নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট।
মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাতায়াত করে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী।
এছাড়া, মানিকগঞ্জের আরিচা এবং পাবনার কাজিরহাট ঘাট হয়ে যাতায়াত করে পাবনাসহ আশেপাশের এলাকার যাত্রীরা।