যাঁদের সারা বছর ঠোঁট ফাটে, তাঁরা হাত দিয়ে চামড়া তুলবেন না, বারবার ঠোঁটে হাত দেবেন না এবং জিব দিয়ে ঠোঁট ভেজাবেন না।
ভালো মানের লিপবাম ব্যবহার এবং সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
ঠোঁট সতেজ রাখতে সপ্তাহে এক দিন লাল চিনি ও লেবুর রস দিয়ে স্ক্র্যাব করতে পারেন। স্ক্র্যাব করলে মরা চামড়া দূর হয়ে যাবে।