পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে খোঁচা দিয়ে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) নওয়াজ শরিফ বলেছেন, আর্থিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হওয়ার আগে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু আমরা তো এখন পর্যন্ত তাকে আত্মহত্যা করতে দেখলাম না।
জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর পর ফেডারেল সরকার গঠন হয় পাকিস্তানে। নওয়াজ শরিফের দলের নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
পাকিস্তানে ক্ষমতার পালাবদলের পর বৃহস্পতিবার নওয়াজকে অভিনন্দন জানান পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। লন্ডনে দুই নেতার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকের পর ইমরানের কড়া সমালোচনা করেন নওয়াজ। পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির অবনতির জন্য ইমরানকে দায়ী করেন তিনি।