ঈদে গত দুই বছর মানুষ খুব একটা বাড়িমুখী হয়নি। এবার করোনার প্রকোপ কম। ঈদযাত্রায় ঘরমুখী মানুষের চাপ বেশি থাকবে। সড়কেও যানবাহনের চাপ তাই বেশিই থাকবে বলে পরিবহন–সংশ্লিষ্টরা মনে করছেন। কিন্তু যানবাহনের এই চাপ সামাল দিতে পুরোপুরি প্রস্তুত নয় দেশের চারটি প্রধান মহাসড়ক। এ অবস্থায় ঈদযাত্রায় মহাসড়কে ভোগান্তি সঙ্গে করেই চলতে হবে মানুষকে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা শোনাচ্ছিল সড়ক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক ও জনপথ অধিদপ্তরে ৯ এপ্রিল এক সভায় ২০ এপ্রিলের মধ্যে সব সড়ক চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়। এরপর দেশের চারটি প্রধান মহাসড়কের অবস্থা নিয়ে ১১ এপ্রিল প্রথম আলো ‘ঈদযাত্রায় মহাসড়কে স্বস্তির আশা নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু ১০ দিন পার হলেও মহাসড়কগুলোয় যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ খুব কমই দেখা গেছে।