গত ৬ এপ্রিল বুধবার জাতীয় সংসদে জেলা পরিষদ বিল নিয়ে আলোচনার সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ রাজধানীর যানজট নিয়ে সমালোচনা করলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়নের ঠেলায় উপজেলায়ও ট্রাফিক জ্যাম হবে। একজন মন্ত্রীকে যুক্তি দিয়ে কথা বলতে হবে। আপনি হয়তো উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে যুক্তি দিয়ে কথা বলতে না পেরে অতিকথন করে ফেলেছেন। কিন্তু আপনার এমন অতিকথন সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারে।
দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কথা মোতাবেক সেই উন্নয়ন আমরা চাই না, যে উন্নয়ন উপজেলা পর্যন্ত ট্রাফিক জ্যাম তৈরি করবে। আমরা এমনিতেই দেশের রাজধানী ঢাকায় যানজটে অতিষ্ঠ। মহামারির বিধিনিষেধ পেরিয়ে গত মাসে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত পুরোপুরি চালু হওয়ার পর যানজটে নাভিশ্বাস উঠছে রাজধানীবাসীর। রোজা শুরুর পর যানজট আরও অসহনীয় হয়ে পড়েছে।