দুই দিনে সাড়ে ৮ হাজার মামলা নিষ্পত্তি

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ২০:৩৪

উচ্চ আদালতে দুই দিনে বিশেষ ১৩টি বেঞ্চে ৮ হাজার ৫১৭টি জামিন সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে একটি বেঞ্চেই নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৫০৬ মামলা।


‘জামিন মঞ্জুর ও জামিনের অর্থের পরিমাণ হ্রাসের ক্ষমতা’ সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার এসব মামলা (মূলত আবেদন) হয়েছিল। মামলা জট কমাতে পুরোনো এসব ‘ফৌজদারি বিবিধ’ মামলা দ্রুত শুনানি ও নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


সে উদ্যোগ বাস্তবায়নে গত ১৭ এপ্রিল ২০১৬, ২০১৭, ২০১৮ ও  ২০১৯ সালের জামিন সংক্রান্ত এসব মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য ১৩টি দ্বৈত বেঞ্চ গঠন করে দেন। গত বুধ ও বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে সোয়া ৩টা পর্যন্ত এসব বেঞ্চে বিচারকাজ চলে।


সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কার্যতালিকয় এসব বেঞ্চের এখতিয়ার উল্লেখ করে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ফৌজদারি বিবিধ মোকদ্দমাগুলো শুনানি ও নিষ্পত্তি করবেন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us