সাকিব–তামিমের ম্যাচে এনামুলের রেকর্ড

প্রথম আলো প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১৭:২৫

এক প্রান্ত থেকে লিজেন্ডস অব রূপগঞ্জের সাকিব আল হাসান ভালোই বোলিং করছিলেন। ওদিকে প্রাইম ব্যাংকের এনামুল হকও অর্ধশত করে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছিলেন। ইনিংসের ২৭তম ওভারে রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বলে নিজের জায়গায় চিরাগ জানি ও অন্য প্রান্ত থেকে আল আমিন হোসেনকে বোলিংয়ে আনার পরামর্শ দেন সাকিব।


পরামর্শ কাজেও দিয়েছে। আল আমিনের করা ২৯তম ওভারের প্রথম বলেই কট বিহাইন্ড এনামুল। ৯১ বলে ৭৩ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কায়। আউট হয়ে বিকেএসপির চার নম্বর মাঠের ড্রেসিংরুমে ফেরার পথে এনামুলের চোখে–মুখে সে কী হতাশা! ৩৩ ওভারের কার্টেল ওভারের ম্যাচের তখনো ৫টি ওভার বাকি ছিল। শেষ পর্যন্ত টিকে থাকলে হয়তো দলের রানটাও বাড়ত। নিজেরও ব্যক্তিগত রেকর্ড হতো আরও সমৃদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us