বীভৎস চুকনগর হত্যাকাণ্ড

আজকের পত্রিকা হিলাল ফয়েজী প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১৭:১৪

এই দিবসটির রাষ্ট্রীয় পরিচিতি ‘মুজিবনগর দিবস’। এই দিনে স্বাধীন বাংলা প্রবাসী সরকার তখনকার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে। চারজন জাতীয় নেতা ও একটি জাতীয় ঘৃণ্য কুলাঙ্গার শপথ গ্রহণ করেছিল। চার নেতাকে হত্যা করেছে সেন্ট্রাল জেলে যে চক্র, তার মূল হোতা হেনরি কিসিঞ্জার। ‘জীবিত’ এই হত্যাকারীকে আমরা এই পৃথিবীর ‘মানবিক সভ্যতা’ বিচার করতে পারিনি। পারব কি না জানি না। ‘জোর যার মুল্লুক তার’।


সেদিন বেলাশেষে আমাদের নবগঠিত সংঘবদ্ধতা আমরা একাত্তরের কয়েকজন ধানমন্ডির একটি রেস্তোঁরায় শেষ বিকেলে বসেছিলাম। আমরা মানবেতিহাসের অন্যতম বীভৎস হত্যাকাণ্ড ও জেনোসাইড—চুকনগরের ৫১ বছর উপলক্ষে কী কর্মসূচি কীভাবে নেওয়া যায়, সেটা নিয়ে প্রস্তুতি-পরামর্শ বৈঠক করছিলাম। রোজার দিনে এমন প্রতিকূল সময়েও আমাদের বৈঠক অভীষ্ট সাধনে ব্যর্থ হয়নি। কাল বিকেলের আবহাওয়ার উষ্ণতা এবং আর্দ্রতার ভেতরও বৈঠক শেষে বুকের ভেতর শীতল আনন্দের পরশ পেলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us