ঈদের সাত দিন সাত নক্ষত্রের গান

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১১:৪৮

দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে টানা সাত দিন প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের গান’। অনুষ্ঠানে প্রয়াত সাত বিখ্যাত শিল্পীর গান গাইবেন এই প্রজন্মের ১৪ কণ্ঠশিল্পী। সংগীতের সাত নক্ষত্র হলেন গীতিকার-সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, গায়ক-সুরকার লাকী আখন্দ্, গীতিকার-সুরকার আলাউদ্দিন আলী ও কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ প্রজন্মের শিল্পীরা গাইবেন।


শিল্পীদের মধ্যে রয়েছেন অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রাজিব, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, মুহিন, ঝিলিক, সাব্বির ও প্রমি।


প্রতি পর্বে একজন ‘সুরের নক্ষত্রের’ গান করবেন এ প্রজন্মের দুজন শিল্পী। এ ছাড়া প্রতি পর্বেই থাকবেন একজন সঞ্চালক। সাত পর্বের এই অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন সারা, সুমি, রাফসান সাবার, আলিফ চৌধুরী, তাসনুভা মোহনা, ইভান সাইর ও ইসমত জেরিন চৈতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us