ফিলিপাইনে ১১ বছর বয়সী এক কিশোর ঝড়ের সময় একটি ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেছে। ওই কিশোরের নাম সিজে জেসমে। ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়লে জেসমে বাড়িতে থাকা ফ্রিজে আশ্রয় নেয়। এরপর সে ঝড় থেকে নিজেকে রক্ষার জন্য প্রায় ২০ ঘণ্টা ওই ফ্রিজের ভেতরেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
গত শুক্রবার ফিলিপাইনের বেবে সিটিতে একটি ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ার সময় জেসমে তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিল। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির কারণে লেইতে প্রদেশে উদ্ধার অভিযান চালানোর সময় উদ্ধারকারীরা একটি নদীর তীরে ২০ ঘণ্টা পর ভাঙা একটি ফ্রিজের ভেতর জেসমেকে পড়ে থাকতে দেখে। এরপর তাঁরা জেসমেকে উদ্ধার করে।