করোনার পর গোছা গোছা চুল পড়ছে? জানুন সমাধানের পথ

এইসময় (ভারত) প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৯:৪২

করোনা একটি সাংঘাতিক রোগ। এই রোগ শরীরে নানা সমস্যা তৈরি করে। এবার এমনই একটি সমস্যা হল, করোনা থেকে সেরে ওঠার পর চুল পড়ে যাওয়া। আর এক্ষেত্রে কয়েকটি নয়, গোছা গোছো উঠছে চুল। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা সহজেই কাটিয়ে তোলা যায়। তবে সেক্ষেত্রে সময় দিতে হবে। কিন্তু অনেক মানুষের বুকেই রয়েছে ভয়। তাঁরা কোনওভাবেন সময় দিতে চান না। তাঁদের মতে, এই ফাঁকে মাথায় টাক (Bald) দেখা দেওয়াও সম্ভব।


আসলে দিনে কয়েকটি চুল পড়ে (Hair Fall) যেতেই পারে। কিন্তু বেশি সংখ্যায় চুল পড়তে শুরু করলেই সমস্যা। এই প্রসঙ্গে বিশিষ্ট ত্বক রোগ বিশেষজ্ঞ ডা: সতীশ ভাটিয়া বলেন, করোনা থেকে সেরে ওঠার পর পুরুষ ও মহিলা- দুই দলেরই চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে কোভিড হওয়ার প্রায় ৬ সপ্তাহের মাথায় শুরু হয় এই সমস্যা। এবার রোগীর কতটা চুল পড়বে তা নির্ভর করে তাঁর চুলের ধরন ও স্বাস্থ্যের উপর। এছাড়া সমস্যার শুরুর দিকে কম চুল পড়ে। কিন্তু কিছুটা সময় যাওয়ার পরই সমস্যা বেড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us