শ্রীলঙ্কায় অর্থনীতির লঙ্গাকাণ্ড

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৭:১৬

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তার দেউলিয়াত্ব নিয়ে বাংলাদেশেও আলোচনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করে জাতিকে আশ্বস্ত করেছেন যে আমাদের অবস্থা অনেক ভালো।


কেন এমন হলো, এ নিয়ে নানা বিশ্লেষণ আসছে। খোদ লঙ্কান মিডিয়া থেকে জানা যাচ্ছে, প্রায় দেড় দশক আগেই সাবধানবাণী শুনিয়েছিলেন দেশটির অর্থনীতিবিদদের একাংশ। তারা বলেছিলেন, তামিল বিদ্রোহীদের নির্মূল করতে মরিয়া শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট (বর্তমান প্রধানমন্ত্রী) মাহিন্দা রাজাপাকসের সামরিক খাতে বিপুল ব্যয়ের সিদ্ধান্ত সে দেশের অর্থনীতির ভিত দুর্বল করে দিতে পারে। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির বর্তমান পরিস্থিতি বলছে, সেই আশঙ্কা পুরোপুরি অমূলক ছিল না।


এখন চরম আর্থিক সংকটের কারণে বিদেশ থেকে নেওয়া ঋণ পরিশোধে অপারগতার কথা জানিয়ে লঙ্কার সরকার তার দেশকে ‘ঋণখেলাপি’ ঘোষণা করে আন্তর্জাতিক মঞ্চে সে দেশের অর্থনৈতিক দেউলিয়া দশা মেনে নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us