নিজের বাড়ি নেই, বন্ধুর বাড়িতে ঘুমান ইলন মাস্ক

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১১:২৫

বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেক্সাসের বাসিন্দা মাস্কের মোট সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি দাবি তাঁর নিজের কোনো বাড়ি নেই। বন্ধুদের বাড়ির অতিরিক্ত বেডরুমগুলোতে থাকেন তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম টিইডিকে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক এমন দাবি করেন। গত রোববার টিইডি তাদের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি শেয়ার করেছে।


ওই সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। 


সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, এই মুহূর্তে আমার কোনো বাড়ি নেই। আমি আক্ষরিক অর্থেই বন্ধুদের বাড়িতে থাকি। টেসলার বেশির ভাগ ইঞ্জিনিয়ারিং হয় সান ফ্রান্সেসকো। সেখানে ভ্রমণ করলে আমি মূলত বন্ধুদের অতিরিক্ত বেডরুমে থাকি।


স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বলেন, আমার কোনো প্রমোদতরী নেই। আমি ছুটিও নিই না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us