ঢাকার প্রধান সড়কে রিকশা বন্ধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা প্রকাশ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ২০:০২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আশা করি আগামী দুই এক দিনের মধ্যে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে বলে আমি বিশ্বাস করি।’এ সময় তিনি রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করারও নির্দেশ দেন।


রাজধানী ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১৯ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের ঢাকা শহরে অনেকগুলো উন্নয়ন কাজ চলছে। এটি যানজটের একটি কারণ। এ ছাড়া অনেক দিন পর মানুষ কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে ঘর থেকে বের হয়েছে, এর মধ্যে ঈদের সময় চলে আসছে। সবাই মার্কেটমুখী। এটা হঠাৎ করেই হয়ে গেছে। রাজধানীতে যানজটের কিছু কারণের মধ্যে এটাও একটি কারণ। যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী, পুলিশ বিভাগ যথাসাধ্য চেষ্টা করছেন। আগামী সাত দিনে তারা কী করবেন তারও একটা কর্মপদ্ধতি তারা বের করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us