১৯ এপ্রিল সারা পৃথিবীতে পালিত হচ্ছে বিশ্ব লিভার দিবস। লিভার সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে জনমানসে সচেতনতা বাড়ানোই এই দিনটির লক্ষ্য। আসলে লিভার শরীরের গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। এক্ষেত্রে শরীর থেকে টক্সিন বের করে দেওয়া হল লিভারের অন্যতম কাজ। এছাড়া খাদ্য হজমে সাহায্য করাও অঙ্গটির বিশেষ কাজ। এবার এহেন অঙ্গের খেয়াল রাখাটাই হল প্রতিটি মানুষের কর্তব্য। তবে এরপরও বহু মানুষ বিষয়টি বুঝতে চাইবেন না। এর ফল ভোগ করে লিভার। সেক্ষেত্রে লিভারে নানা ধরনের রোগ হতে থাকে।
আসলে এখনকার দিনে ব্যথার সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। আর্থ্রাইটিসের (Arthritis) সমস্যা বাড়ায় মানুষ অহরহ ব্যথার ওষুধ খাচ্ছেন। এবার এই ব্যথার ওষুধ খাওয়ার ফলে ব্যথা তো কমে। পাশাপাশি বাড়িয়ে দেয় অন্যান্য রোগের আশঙ্কা। এক্ষেত্রে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে খুবই বেশি।