দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে সাজনার দাম কেজিতে ২৫ টাকা কমেছে। একসপ্তাহ আগেও সাজনা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তবে এখন তা কমে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে শিম প্রতিকেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে উঠেছে জাতীয় ফল কাঁঠাল। তবে তা পাকা নয়, তরকারি হিসেবে খাওয়ার কাঁচা কাঠাল প্রতিপিস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা দরে।
হিলিতে বাজার করতে আসা আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে বলেন, গতসপ্তাহে সাজনা ছিল ৪০ টাকা, আজ তা ১৫ টাকা দরে কিনেছি। দাম কমায় আমাদের মতো নিম্নআয়ের মানুষদের সুবিধা হয়েছে।