গত দুই বছর করোনার কারণে অনেকেই গ্রামের বাড়িতে ঈদ করতে পারেননি। এবছর করোনা সংক্রমণ কমে আসায় আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ভিড় থাকতে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
ফলে নানা রকম প্রস্তুতিও নিয়েছে তারা। তবে এখনো প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি শুরু না হলেও ২৮ ও ২৯ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি বলে জানান তারা। সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বগুড়া-নওগাঁ রোডের শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ১৭ বছর ধরে আছি, এমন পরিস্থিতি আর দেখিনি। শুক্রবার থেকে এখনো একটি অগ্রিম টিকিট বিক্রি হয়নি। আগে কল আসতে আসতে ফোন গরম হয়ে যেতো। কই গেরো সেসব যাত্রী। কাউন্টারে দাঁড়ানো যেতো না। তিনটা ল্যাপটপ দিয়ে কাজ চলতো।